শাকিব-অপুর বিয়ের ‘গোপন তথ্য’ ফাঁস!
ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেন শাকিব-অপু। অনেকটা মিডিয়া থেকে গোপনে থেকেই হয়েছিল ঢাকাই সিনেমার জনপ্রিয় এ জুটির বিয়ে। কিন্তু নিজেদের বিয়ে নিয়ে কখনই মিডিয়ায় বেশি একটা কথা বলতে আগ্রহী হয়ে উঠতে দেখা যায়নি তাদের। তবে সম্প্রতি বিয়ে নিয়ে মুখ খুলেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
সংবাদমাধ্যমে ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গিয়ে অপু বিশ্বাস বলেন, সিনেমার শুটিংয়ের বাইরে কখনই আমার সাথে কথা বলতে পারত না শাকিব। মায়ের কড়া গার্ড ছিল।
অপু আরও বলেন, শাকিব শুটিংয়ের বাইরেও আমার সঙ্গে কথা বলতে চাইতো। তার হাবভাবে বোঝা যেত আমাকে ও (শাকিব খান) পছন্দ করে। তাই শুটিং হোক আর শুটিংয়ের বাইরে হোক আমার সঙ্গেই নিজের সময় কাটাতে চাইতো শাকিব।
মায়েরা সব সময় সন্তানের ভালোই চায়। এ দৃষ্টিকোণ থেকে অপুর মায়ের প্রতি শতভাগ শ্রদ্ধা ছিল শাকিবের। তাই মগবাজারের একটি ডুপ্লেক্স বাসায় পরিবারের সদস্যদের নিয়ে বিয়ে করেন শাকিব খান আর অপু বিশ্বাস।